Frequently Asked Question
1National Makeover Pageant কি?
ন্যশনাল মেকওভার পেজেন্ট একটা মেকাপ রিলেটেড পেজেন্ট, যেমন বিউটি পেজেন্ট হয়, সেই রকম।
এই পেজেন্ট এর ৩ টা পার্ট আছে।
১। মেকাপ ট্রেনিং ২। পরিক্ষা ও সার্টিফিকেট ৩। কম্পিটিশন ও এ্যাওয়ার্ড
১। মেকাপ ট্রেনিং ২। পরিক্ষা ও সার্টিফিকেট ৩। কম্পিটিশন ও এ্যাওয়ার্ড
2ন্যশনাল মেকওভার পেজেন্ট এর উদ্দেশ্য কি?
সারা পৃথিবীর মত আমাদের দেশেও মেকাপ একটি অত্যন্ত জনপ্রিয় সখ এবং পেশা। বিশেষ করে মেকাপ বিহিন নারি কল্পনা করা যায় না। আধুনিক শহর ছাড়িয়ে গ্রামে গঞ্জেও এর ব্যপক বিস্তার ঘটেছে।
সখ হোক বা পেশা, অনেকেই না-জেনে মেকআপ চর্চা করেন। আবার অনেকে এত ভালো মেকআপ করেন যে এটা শিল্পের পর্যায়ে পরে। আবার অনেকে এই পেশাতে আসতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন, তা জানেন না।
ন্যশনাল মেকওভার পেজেন্ট এই সকল ক্যটাগরির মেকআপ লাভারস-দের নিয়ে একটা ইভেন্ট। নতুনরা শিখতে পারবেন দেশের লিজেন্ড মেকআপ আর্টিস্টদের কাছ থেকে, নতুন উদ্যোক্তারা পাবেন সকল রকম সহায়তা, পরামর্শ, যোগ্যরা পাবেন তার কাজের স্বীকৃতি।
ন্যশনাল মেকওভার পেজেন্ট এই সকল ক্যটাগরির মেকআপ লাভারস-দের নিয়ে একটা ইভেন্ট। নতুনরা শিখতে পারবেন দেশের লিজেন্ড মেকআপ আর্টিস্টদের কাছ থেকে, নতুন উদ্যোক্তারা পাবেন সকল রকম সহায়তা, পরামর্শ, যোগ্যরা পাবেন তার কাজের স্বীকৃতি।
3এই পেজেন্টে অংশ নিলে কি কি সুবিধা পাওয়া যাবে?
যারা মেকাপ লাভারস বা মেকাপ আর্টিস্ট, প্রফেশনাল বা নন প্রফেশনাল সকলের জন্য এই পেজেন্ট খুবই প্রয়োজনীয়।
# প্রত্যেক অংশগ্রহণকারী নুন্যতম ৬দিন দেশ বরেন্য মেকাপ আর্টিস্টদের কাছ থেকে মেকাপ শেখার সুযোগ পাবে, এবং সার্টিফিকেট পাবে।
# নিবাচিত ২০ জন সেলিব্রেটি মেকাপ আর্টিস্টের কাছে মাষ্টার ক্লাস করার সুযোগ পাবে এবং সার্টিফিকেট পাবে।
# নিবাচিত ১০ জন "টপ ফাইনালিস্ট সার্টিফিকেট" পাবে।
# এওয়ার্ড জেতার সুযোগ
# দেশে বিদেশে ব্যপক পরিচিতি পাবে
# নিবাচিত ২০ জন অংশগ্রহণকারীকে সোশ্যাল মিডিয়া পেইজ, লোগো ডিজাইন, কাভার ফটো, প্রফাইল ফটো করে দেয়া হবে
# নিবাচিত ২০ জন এক্সামের সময় মেকাপ করার জন্য ফ্রি মডেল পাবেন
# নিবাচিত ১০ জন গ্রান্ড ফিনালেতে মেকাপ করার জন্য ফ্রি প্রফেশনাল মডেল ও হেয়ার স্টাইলিস্ট পাবেন
# সকল অংশগ্রহণকারীকে ফ্রি মেকাপ-ফটোসুট করে দেয়া হবে, যা পোর্টফলিও হিসাবে ব্যবহার করা যাবে
# উইনারদের সোশ্যাল মিডিয়া পেইজ বুস্ট ও প্রমশন করা হবে। এবং মেকাপ পোর্টফলিও ওয়েসাইট করে দেয়া হবে।
# সকল অংশগ্রহণকারী আমাদের স্পন্সর পার্টনারদের কাছ থেকে মেকাপ প্রডাক্টে ১০% ডিস্কাউন্ট পাবে
# সকল উইনার আমাদের স্পন্সর পার্টনারদের কাছ থেকে মেকাপ প্রডাক্টে ২০% ডিস্কাউন্ট পাবে
# ঢাকার বাইরের অংশগ্রহণকারীদের জন্য নামমাত্র খরচে শিতাতপ নিয়ন্ত্রিত থাকা-খাওার নিরাপদ ব্যবস্থা আছে।
# প্রত্যেক অংশগ্রহণকারী নুন্যতম ৬দিন দেশ বরেন্য মেকাপ আর্টিস্টদের কাছ থেকে মেকাপ শেখার সুযোগ পাবে, এবং সার্টিফিকেট পাবে।
# নিবাচিত ২০ জন সেলিব্রেটি মেকাপ আর্টিস্টের কাছে মাষ্টার ক্লাস করার সুযোগ পাবে এবং সার্টিফিকেট পাবে।
# নিবাচিত ১০ জন "টপ ফাইনালিস্ট সার্টিফিকেট" পাবে।
# এওয়ার্ড জেতার সুযোগ
# দেশে বিদেশে ব্যপক পরিচিতি পাবে
# নিবাচিত ২০ জন অংশগ্রহণকারীকে সোশ্যাল মিডিয়া পেইজ, লোগো ডিজাইন, কাভার ফটো, প্রফাইল ফটো করে দেয়া হবে
# নিবাচিত ২০ জন এক্সামের সময় মেকাপ করার জন্য ফ্রি মডেল পাবেন
# নিবাচিত ১০ জন গ্রান্ড ফিনালেতে মেকাপ করার জন্য ফ্রি প্রফেশনাল মডেল ও হেয়ার স্টাইলিস্ট পাবেন
# সকল অংশগ্রহণকারীকে ফ্রি মেকাপ-ফটোসুট করে দেয়া হবে, যা পোর্টফলিও হিসাবে ব্যবহার করা যাবে
# উইনারদের সোশ্যাল মিডিয়া পেইজ বুস্ট ও প্রমশন করা হবে। এবং মেকাপ পোর্টফলিও ওয়েসাইট করে দেয়া হবে।
# সকল অংশগ্রহণকারী আমাদের স্পন্সর পার্টনারদের কাছ থেকে মেকাপ প্রডাক্টে ১০% ডিস্কাউন্ট পাবে
# সকল উইনার আমাদের স্পন্সর পার্টনারদের কাছ থেকে মেকাপ প্রডাক্টে ২০% ডিস্কাউন্ট পাবে
# ঢাকার বাইরের অংশগ্রহণকারীদের জন্য নামমাত্র খরচে শিতাতপ নিয়ন্ত্রিত থাকা-খাওার নিরাপদ ব্যবস্থা আছে।
4মেকাপ ট্রেনিং কি কি থাকবে?
বেসিক মেকাপ ক্লাস-১ দিন
এডভান্স মেকাপ ক্লাস-১ দিন
ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকাপ ক্লাস-১ দিন
প্রডাক্ট ডেমনেস্ট্রেশন ক্লাস-২ দিন
মডার্ন ব্রাইডাল মেকাপ ক্লাস-১ দিন
মাষ্টার ক্লাস-১ দিন
এডভান্স মেকাপ ক্লাস-১ দিন
ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকাপ ক্লাস-১ দিন
প্রডাক্ট ডেমনেস্ট্রেশন ক্লাস-২ দিন
মডার্ন ব্রাইডাল মেকাপ ক্লাস-১ দিন
মাষ্টার ক্লাস-১ দিন
5কিভাবে পরিক্ষা নেয়া হবে ও সার্টিফিকেট দেয়া হবে?
# প্রথম ৫ দিন ক্লাশ শেষে অর্থাৎ বেসিক, এডভান্স, ব্রাইডাল, প্রডাক্ট ডেমনেস্ট্রেশন ক্লাস শেষে সকলকে অংশ গ্রহন সার্টিফিকেট দেয়া হবে।
# অংশ গ্রহন সার্টিফিকেট প্রাপ্ত সকলের একটা MCQ লিখিত পরিক্ষা হবে এবং মডেলের উপর মেকাপ করে দেখাতে হবে। এর ভিত্তিতে পরবর্তী স্টেপের জন্য ২০ জন কে নির্বাচন করা হবে ।
# এই নির্বাচিত ২০ জন মাষ্টার ক্লাস করার সুযোগ পাবে এবং মাষ্টার ক্লাস সার্টিফিকেট পাবে।
# মাষ্টার ক্লাস সার্টিফিকেট প্রাপ্ত সকলের একটা মৌখিক পরিক্ষা হবে এবং মডেলের উপর মেকাপ করে দেখাতে হবে। এর ভিত্তিতে পরবর্তী স্টেপের জন্য ১০ জন কে নির্বাচন করা হবে ।
এই নির্বাচিত ১০ জন ফাইনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে এবং টপ-ফাইনালিস্ট সার্টিফিকেট পাবে।
# অংশ গ্রহন সার্টিফিকেট প্রাপ্ত সকলের একটা MCQ লিখিত পরিক্ষা হবে এবং মডেলের উপর মেকাপ করে দেখাতে হবে। এর ভিত্তিতে পরবর্তী স্টেপের জন্য ২০ জন কে নির্বাচন করা হবে ।
# এই নির্বাচিত ২০ জন মাষ্টার ক্লাস করার সুযোগ পাবে এবং মাষ্টার ক্লাস সার্টিফিকেট পাবে।
# মাষ্টার ক্লাস সার্টিফিকেট প্রাপ্ত সকলের একটা মৌখিক পরিক্ষা হবে এবং মডেলের উপর মেকাপ করে দেখাতে হবে। এর ভিত্তিতে পরবর্তী স্টেপের জন্য ১০ জন কে নির্বাচন করা হবে ।
এই নির্বাচিত ১০ জন ফাইনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে এবং টপ-ফাইনালিস্ট সার্টিফিকেট পাবে।
6কিভাবে কম্পিটিশন হবে ও এ্যাওয়ার্ড দেয়া হবে?
টপ-ফাইনালিস্টরা ফাইনাল রাউন্ডে মডেলের উপর নিরধারিত সময়ে ২টা লুক ক্রিয়েট করবে। জুরি বোর্ডের সিধান্ত অনুযায়ী চ্যাম্পিয়ান, ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ নির্বাচিত হবে। নির্বাচিতরা ক্রাউন, সাটিফিকেট, স্যাশ ও গিফট পাবে।
7কিভাবে রেজিস্ট্রেশন করবো?
নিচের লিঙ্কে ক্লিক করলে একটা ফর্ম পাবেন, ফরমটি পুরন করে পাঠিয়ে দিলেই হবে।
লিঙ্কঃ Registration Form
সহযোগিতার জন্য WhatsApp করতে পারেন WhatsApp
লিঙ্কঃ Registration Form
সহযোগিতার জন্য WhatsApp করতে পারেন WhatsApp
8রেজিস্ট্রেশ ফি কত?
# রেজিস্ট্রেশ ফি মোট ৯,৯৫০ টাকা
# অগ্রিম বিকাশঃ ১,৯৫০টাকা
# প্রথম দিন ভেনুতে দিতে হবে ৮,০০০ টাকা
# অগ্রিম বিকাশঃ ১,৯৫০টাকা
# প্রথম দিন ভেনুতে দিতে হবে ৮,০০০ টাকা
9রেজিস্ট্রেশ ফি ছাড়া আর কোন ফী আছে কি?
এই পেজেন্টে রেজিস্ট্রেশ ফি ছাড়া আর কোন হিডেন ফী নাই।
তবে যারা ঢাকার বাইরে থেকে আসবেন এবং আবাসিক সুবিধা নিবেন তাদেরকে সল্প পরিমান আবাসিক ফি দিতে হবে।
তবে যারা ঢাকার বাইরে থেকে আসবেন এবং আবাসিক সুবিধা নিবেন তাদেরকে সল্প পরিমান আবাসিক ফি দিতে হবে।
10এই পেজেন্টে কোন কোন মেন্টর থাকবেন?
এই পেজেন্টে দেশ বরেন্য সকল মেন্টর থাকবেন
এদের মধ্যে আছেন, সালেহা সরয়ার, আফরোজা পারভিন, নদি খন্দকার প্রমুখ।
এদের মধ্যে আছেন, সালেহা সরয়ার, আফরোজা পারভিন, নদি খন্দকার প্রমুখ।
11এই পেজেন্টি কবে অনুষ্ঠিত হবে?
ন্যশনাল মেকওভার পেজেন্ট-২০২২ অনুষ্ঠিত হবে মার্চ ৪-১৮ তারিখ পর্যন্ত, মোট ১০ দিন
12আয়োজকের সাথে যোগাযোগের মাধ্যম কি?